Pen Friend

July 24 2017

আচ্ছা যদি এমন হতো 🙂

তোমার বাসা আর আমার বাসা ঠিক পাশাপাশি।

আমি যখন রং-তুলি নিয়ে ছবি আঁকতে বসলাম ;

তুমি তখন ভেজা চুলে বারান্দায় কফির মগ হাতে দাঁড়ালে।

ভুলমনা হয়ে শেষমেশ তোমার পোট্রেট-টাই আঁকা হয়ে গেলো।।।

তারপর,

কোনো এক বৃষ্টিস্নাত সন্ধ্যায় পড়তে বসলে তুমি।

জানালার পর্দাটা সরিয়ে বৃষ্টির ঝাপসা দেয়াল কে অগ্রাহ্য করে তোমাকে দেখছি আমি।

তুমি পড়ছ বই আর আমি পড়ছি তোমাকে!!!

বেশি কিছু চাই না আমি

কোনো এক কুয়াশা ভেজা শীতের সকালে

তোমার ওই উষ্ণ চাদরের ভেতর একটুখানি জায়গা পেলেই চলবে ❤

July 3 2018

চিলেকোঠার ছাদে দাঁড়িয়ে আছো তুমি।

ঠান্ডা বাতাসের সাথে ঝুম বৃষ্টি।

ক্যামেরার ল্যান্সের অটোফোকাস এর মতো আমার দৃষ্টি দূরের আকাশে বন্দি।

ভাবছি ;

কোনো এক মধ্যরাতে কোনো এক অপরিচিত স্টেশনে শেষ ট্রেনের অপেক্ষায় আমি,

একটা সাদা কাক অন্ধকারে বসে একা।

পৃথিবীর সমস্ত ক্লান্তি আজ ঘুমে মগ্ন।

মাকড়শারজালে আটকে থাকা অন্ধপ্রেম সাদা ধোঁয়া হয়ে উড়ে যেতে চাচ্ছে…..

দম আটকে থাকা দৃষ্টি ঝাপসা হয়ে এলো,

তুমি নেই!

ডান বাম, তুমি নেই।

একটা নীল রঙের ওড়না সব শেষের অপেক্ষায় আকাশে মিশে যেতে চাচ্ছে।

দূরে কে যেনো গাইছে…..

“তুমি মরে গেলেও থামবোনা আমি”